একই ফ্রেমে পরীমণি ও মধুমিতা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪ | আপডেট: ৭:৪৬ পূর্বাহ্ন, ২০ মার্চ ২০২৪
পরীমণি ও মধুমিতা । ছবিঃ সংগৃহীত
পরীমণি ও মধুমিতা । ছবিঃ সংগৃহীত

ওপার বাংলার সিনেমায় অভিনয় করতে প্রথমবারের মতো কলকাতায় গেলেন চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন । দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ নামের এ সিনেমায় পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সোহম। তবে নতুন খবর হলো, থ্রিলার ঘরানার এ সিনেমাটিতে পরীমণি ও সোহমের সঙ্গে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। যিনি ‘পাখি’ নামেই বেশি পরিচিত ভক্তদের কাছে।

জানা গেছে, ২৬ মার্চ থেকে শুরু হবে সিনেমাটির চূড়ান্ত শুটিং। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন। এক ফাঁকে সেরে নেবেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। 

আরও পড়ুন: বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার

এর আগে ঢাকা-কলকাতা যৌথভাবে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন পরীমণি। এবারই প্রথম কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। এ বিষয়ে পরীমণি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরু হবে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার সিনেমা।

পরীমণিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত ভালোবাসা দিবসে। ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাজির হয়েছিলেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ছবিটিতে তার সঙ্গে আছেন এবিএম সুমন।

আরও পড়ুন: গোল্ডেন গ্লোবের মঞ্চে রের্কড করলেন কিশোর অভিনেতা

এদিকে সম্প্রতি রেজা ঘটকের নির্মাণে ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ সেরেছেন পরী। এছাড়া ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।