সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তাসনিয়া ফারিণ

Sanchoy Biswas
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৩৪ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও আলোচনায়। কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমার সাফল্যের পর এবার কলকাতার নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন ভারতের খ্যাতনামা নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। বর্তমানে সে ছবির কাজের জন্য ভারতে অবস্থান করছেন ফারিণ।

সেখানে ভারতের গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাকে। সাংবাদিক জানতে চান—তাসনিয়া ফারিণ কি সাহসী দৃশ্যে অভিনয় করবেন?

আরও পড়ুন: অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি

প্রশ্ন শুনে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ফারিণ পাল্টা প্রশ্ন করেন, “কোন দৃশ্য সাহসী? তার মাপকাঠি কী, আমি জানি না। তাই উত্তরও অজানা।”

তার এমন কৌশলী ও খোলামেলা জবাবে উপস্থিত সাংবাদিকরা হেসে ওঠেন। যদিও ফারিণ সরাসরি উত্তর দেননি, তবে তার রসিক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: শাহরুখ খানকে নিয়ে নাসিরুদ্দিন শাহের মন্তব্যে বলিউডে বিতর্ক

দুই বাংলার কাজের পার্থক্য নিয়েও কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, “আমাদের এখানে স্বাধীনভাবে কাজ করা হয়। ওখানে (ভারতে) সব কিছু অনেক বেশি সংগঠিত ও পেশাদারভাবে হয়। তবে ভাষা, সংস্কৃতি, মানুষের চেহারা—সবই তো এক। তাই পার্থক্য খুব বেশি মনে হয় না।”

ভারতীয় টেলিভিশন বা ধারাবাহিকে কাজ করবেন কি না—এমন প্রশ্নে ফারিণ জানান, “মনে হয় পারব না। ধারাবাহিকের কাজ দীর্ঘ সময় ধরে চলে, তাতে অন্য কিছু করা সম্ভব হয় না। আমি তো নিজের দেশেও কাজ করি। তবে আপনাদের নায়ক ঋষি কৌশিকের সঙ্গে আমি কাজ করেছি, তিনি আমাদের দেশেও অভিনয় করেছেন।”

উল্লেখ্য, কলকাতার নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তাসনিয়া ফারিণ। অনুরাগীদের এখন অপেক্ষা তার নতুন চমক—অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমায় ফারিণের রূপে ও চরিত্রে।