৮ ঘণ্টা কর্মদাবি নিয়ে যা বললেন কোয়েল মল্লিক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফটের দাবি তুলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন। তার এই দাবির কারণে ইতিমধ্যে দুটি বড় বাজেটের সিনেমা হাতছাড়া হয়েছে বলে জানা গেছে। তবুও দীপিকা নিজের অবস্থান থেকে সরে আসেননি। এবার এই প্রসঙ্গে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীপিকার পক্ষে বক্তব্য রাখলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, আমার মনে হয়, দীপিকার সন্তান হওয়ার পর নতুন মা হিসেবে তিনি দিনে ৮ ঘণ্টা কাজ করতে চেয়েছিলেন। এটা সম্পূর্ণ ন্যায্য দাবি। এখানে অন্যায় কিছু নেই।”

আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’

দুই সন্তানের জননী কোয়েল নিজেও মাতৃত্বের অভিজ্ঞতা থেকে এই মন্তব্য করেন। তিনি বলেন, আমি নিজেও মা। পরিবার ও সন্তানকে সময় দেওয়া যেমন জরুরি, তেমনি কাজের প্রতিও দায়িত্ববোধ আছে। তাই দীপিকার অবস্থান আমি বুঝতে পারি।

তবে অভিনেত্রী প্রযোজকদের দৃষ্টিকোণও বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, যখন বড় বাজেটের প্রোডাকশন হয়, বিশাল সেট তৈরি করা হয়, তখন প্রতিদিনের খরচ এবং প্রতি ঘণ্টার ব্যয় অনেক বেশি হয়। সে ক্ষেত্রে বিষয়টি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা উচিত।

আরও পড়ুন: সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তাসনিয়া ফারিণ

দীপিকার এই দাবি বলিউডে নারী শিল্পীদের কাজের পরিবেশ, মাতৃত্বকালীন সময়ের সহায়তা ও কর্মঘণ্টা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।