শীতের মাঝেই নতুন লুকে নেটিজেনদের উষ্ণ করলেন জয়া

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:১২ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:১৫ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসান মানেই পর্দায় মুগ্ধতা আর বাস্তব জীবনে অনন্য স্টাইল স্টেটমেন্ট। অভিনয়ের দক্ষতায় যেমন তিনি দীর্ঘদিন ধরে দর্শকদের হৃদয় জয় করে চলেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রতিটি উপস্থিতি নজর কাড়ে অনায়াসেই।

বছরশেষের শীতল ডিসেম্বরের আবহে নতুন রূপে ধরা দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া আহসান, যেখানে তাকে দেখা গেছে ভিন্নধর্মী এক ‘ডিসেম্বর মুড’–এ। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন— ‘ডিসেম্বর মুড।’

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেবেন হিরো আলম, নিরাপত্তায় চান গানম্যান

ছবির মূল আকর্ষণ ছিল জয়ার পরনের আইভরি শেডের স্লিভলেস ব্লেজার-স্টাইল ড্রেস। আধুনিক কাট ও আভিজাত্যের ছোঁয়ায় তৈরি এই পোশাকে তাকে দেখাচ্ছিল অত্যন্ত পরিশীলিত ও স্টাইলিশ। প্রতিটি ফ্রেমেই জয়া তার ফ্যাশন সেন্স নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।

অ্যাক্সেসরিজে ছিল মিনিমালিস্ট কিন্তু নজরকাড়া নির্বাচন। গলায় পরা সোনালি চোকারে সবুজ পাথরের সংযোজন ছবির রঙের সঙ্গে তৈরি করেছে দৃষ্টিনন্দন কনট্রাস্ট। পাশাপাশি হাতের বড় স্টেটমেন্ট রিংটি পুরো লুকে দিয়েছে আলাদা মাত্রা।

আরও পড়ুন: অভিনেতা জেমস রেনসোনের রহস্যজনক মৃত্যু

বরাবরের মতোই জয়ার এই নতুন লুকে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে প্রশংসার জোয়ার বইছে। একজন নেটিজেন লিখেছেন, ‘ওয়াও অনেক বেশি সুন্দর।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘দারুণ লাগছে আপু।’