ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৩১ জন

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন, একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন। শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৮১
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৭৫ জন এবং বাকিরা দেশের অন্যান্য অঞ্চলের।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ১২০ জন। তাদের মধ্যে ১৭ হাজার ৬৯৩ জন ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, এবং মৃত্যু হয়েছে ৭৩ জনের।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, হাসপাতালে ৭৪০
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়— এটা সারা বছরই হচ্ছে। বর্ষা এলেই পরিস্থিতি খারাপ হয়। এর মোকাবেলায় প্রয়োজন মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা।”
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “শুধু জরিমানা আর প্রচার দিয়ে হবে না। সঠিক জরিপ, দক্ষ জনবল ও পরিকল্পিত মশক নিধন কর্মসূচি জরুরি।”
প্রসঙ্গত, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছিল—সেই বছরে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।