ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১০১ জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ১ হাজার ৭৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৭০ হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৭৩ হাজার ৯২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তন ও মশা নিয়ন্ত্রণে দুর্বলতা ডেঙ্গু সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাসাবাড়িতে জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন তারা।