গুলিবিদ্ধ হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা বলল চিকিৎসক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৭ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারের প্রস্তুতিকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসেক) ভর্তি আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪১১

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, হাদিকে আনার সময় তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাকে সিপিআর দিতে হয়। এখন রক্তচাপ কিছুটা উন্নতি হলেও তিনি এখনও ঝুঁকির মধ্যে আছেন। তার মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের আশেপাশেও গুরুতর আঘাত চিহ্ন দেখা গেছে।

ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল আল নোমান জানান, প্রথমে টানা তিনটি গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেলে চড়ে দুইজন দুর্বৃত্ত এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ওসমান হাদি কানের নিচের অংশে গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল

ঢামেকের অ্যাম্বুলেন্স চালক মো. শরিফ বলেন, দুপুর আড়াইটার দিকে চারজন আহত হাদিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার সময় তার পুরো মুখ রক্তাক্ত ছিল এবং জামাকাপড় রক্তে ভিজে যায়। তিনি অচেতন অবস্থায় ছিলেন।

এদিকে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী হামলাকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে।