২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যুশূন্য দিন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪১ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২৫ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একই সময়ে সারাদেশে ১৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪৮ জনে।

আরও পড়ুন: ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোবাইলে রোগীর ‘গোপন তথ্য’

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২ হাজার ৮২ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শীতকালেও ডেঙ্গুর ঝুঁকি পুরোপুরি কমেনি। তাই পরিচ্ছন্নতা বজায় রাখা ও এডিস মশা নিয়ন্ত্রণে নিয়মিত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮৭