ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা, নিহত ১০

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৫:৫২ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর গুলি ও বোমা হামলার কারণে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু

প্রতিবেদন মতে, গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। এ সময় হামলাটি চালানো হয়।

একই দিনে (রোববার) গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে একটি তিনতলা বাড়ি ধসে পড়ে। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বিগত ৪ মাস ধরে চলা ইসরাইলি বর্বরতায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ৬৯ হাজারেরও বেশি মানুষ।