গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা উপস্থাপন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৭ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকে আরব নেতাদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাটি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, “এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজার সহিংসতা বন্ধ হবে এবং ইসরায়েলসহ প্রতিবেশী দেশগুলোর উদ্বেগও নিরসন হবে।”

আরও পড়ুন: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৮৫ নিহত, শিশুসহ শতাধিক আহত

ট্রাম্পের পরিকল্পনার মধ্যে রয়েছে—

* গাজায় বন্দি সব জিম্মির অনতিবিলম্বে মুক্তি

আরও পড়ুন: সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন হুমাইদ

* স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা

* হামাসমুক্ত প্রশাসন গঠন

* ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার

বৈঠকে উপস্থিত কূটনীতিকরা জানান, আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন, তবে কিছু অতিরিক্ত শর্ত যোগ করার পরামর্শ দেন। সেগুলো হলো— পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় ত্রাণের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং সব ইসরায়েলি জিম্মির মুক্তি।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বৈঠকে উপস্থিত এক কূটনীতিক বলেন, “এটি ছিল একটি অসাধারণ ও ফলপ্রসূ বৈঠক।”

প্রসঙ্গত, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত ওই সম্মেলনের ধারাবাহিকতাতেই আরব নেতাদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প।