ইরানের প্রতি নীতির পরিবর্তন জরুরি: আরব রাষ্ট্রগুলোকে আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৭ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাহরাইনের রাজধানী মানামায় আন্তর্জাতিক থিঙ্ক-ট্যাঙ্ক আইআইএসএস আয়োজিত ‘ম্যানামা ডায়ালগ’ সম্মেলনে অংশ নিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি আরব দেশগুলোকে ইরানের প্রতি দীর্ঘদিনের বিচ্ছিন্নতামূলক নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) মেহের নিউজ এ তথ্য জানায়।

আরও পড়ুন: তুরস্ক থেকে দেশে ফিরলেন ৫ লাখের বেশি সিরীয় শরণার্থী

তিনি বলেন, আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোকে ইরান ও অন্যান্য আঞ্চলিক শক্তির সাথে মতবিনিময় ও সংলাপকে অগ্রাধিকার দিতে হবে।

আল-বুসাইদি জানান, এ বছর ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা গোপন সংলাপ অনুষ্ঠিত হয়েছে, এবং ষষ্ঠ দফা শুরু হওয়ার মাত্র তিন দিন আগে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, যা পরিস্থিতিকে উত্তেজনার দিকে ঠেলে দেয়।

আরও পড়ুন: গাজায় হামলা চলছেই, ত্রাণের ৭৫ শতাংশই আটকে রেখেছে ইসরায়েল

ওমা পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) বিগত কয়েক দশক ইরানকে আলাদা করে রেখেছে, তবে এখন এই নীতি বদলানো জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর অনেক দেশ ইরানকে হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। কিন্তু ওমানের দৃষ্টিতে অবরোধ ও বিচ্ছিন্নতা কখনই সমাধান নয়।

ইরাক-কুয়েত যুদ্ধের সময় ইরানের সংযত অবস্থানের উদাহরণ তুলে ধরে আল-বুসাইদি বলেন, যদি সেই সময় আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা যেত, তাহলে হয়তো ২০০৩ সালের ইরাক যুদ্ধের মতো ঘটনা ঘটত না এবং বহু প্রাণহানি এড়ানো সম্ভব হতো।

এদিকে, সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, ১৩ জুন ইসরায়েলের আগ্রাসন ইরানে ১২ দিনের যুদ্ধের সূচনা করে, যেখানে ১,০৬৪ জন নিহত হন। মার্কিন যুক্তরাষ্ট্রও তিনটি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

জবাবে ইরান-ইসরাইল অধিকৃত ভূখণ্ড এবং কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে লক্ষ্যবস্তু হামলা চালায় এবং ২৪ জুন এ আগ্রাসন বন্ধে ইরান সফলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আল-বুসাইদি তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ইরানের সাথে গঠনমূলক সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এখন সময় সহযোগিতার, শত্রুতার নয়।