ব্রাজিলে কপ৩০ সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৯ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর প্যাভিলিয়নে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জনাকীর্ণ ভেন্যুর একটি অংশে আগুন ছড়িয়ে পড়লে কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত সরে যেতে বাধ্য করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান উভয়ই ঘটনাটি নিশ্চিত করেছে।

শলাপরামর্শের শেষ ধাপ চলছিল ঠিক সে সময়। হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়তেই পুরো ভেন্যুতে আতঙ্ক ছড়ায়। প্রতিনিধিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নিরাপত্তাকর্মীরা দ্রুত নির্দেশনা দেন। দমকল বাহিনী শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ চিৎকার করে বলতে শোনা গেছে—“সালিডা! গেট আউট!”

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

প্রতিবেদনে জানানো হয়, যেসব জায়গায় দেশভিত্তিক প্রদর্শনী, সাইড ইভেন্ট ও আলোচনা অনুষ্ঠিত হয়—সেই প্যাভিলিয়ন জোন থেকেই আগুনের উৎপত্তি। তবে ঠিক কোন স্থান বা কী কারণে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত নয়।

দ্য গার্ডিয়ান আরও জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য না পাওয়া গেলেও কর্মকর্তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। পুরোনো একটি বিমানবন্দরের জায়গায় তৈরি করা বিশাল তাঁবু–ভিত্তিক এই ভেন্যুতে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল থাকে।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

দুর্ঘটনার কারণে সম্মেলনের আলোচ্যসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। আয়োজকরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সেশন পুনরায় শুরু করা হবে।

পরিবেশ ও জলবায়ু নীতি নিয়ে দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো প্রতিনিধি অংশ নিচ্ছেন। আনুষ্ঠানিক সমাপ্তির তারিখ ২১ নভেম্বর হলেও চূড়ান্ত সমঝোতা আলোচনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।