হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। বুধবার উত্তর হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পুরো ভবনকে গ্রাস করে।
শুক্রবার ভোরে দীর্ঘ এক দিন এক রাতের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর উদ্ধারকাজে নেমে এখন পর্যন্ত ১২৮ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৮৯ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাণহানির তালিকায় ফায়ার সার্ভিসের একজন কর্মীও রয়েছেন।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
ফায়ার সার্ভিসের সর্বশেষ ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত ভবনের নিচতলায়, সেখান থেকে দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরের তাপমাত্রা ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়—যার ফলে কিছু জায়গায় আগুন নিভে যাওয়ার পর আবার জ্বলে ওঠে বলে জানান কর্মকর্তারা।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র
এ ঘটনায় আরও অন্তত ৭৯ জন আহত হয়েছেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় আড়াই হাজার কর্মী অংশ নেন। দমকলকর্মীদের ১২ জন দগ্ধ হয়েছেন।
উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত হয়েছে ৩৯১টি ফায়ার ইঞ্জিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স। তবে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি; কারণ ভবনের ভেতরের আগুনে উপরের দিক থেকে পানি ছিটানো কার্যকর হতো না। একই কারণে ড্রোনও ব্যবহার করা হয়নি।





