সাকিবকে নিয়ে রয়েল চ্যাম্পসের একাদশ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৯ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের হয়ে খেললেও প্রথম তিন ম্যাচে একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান। অবশেষে আজমান টাইটান্সের বিপক্ষে দলে ফিরলেন তিনি।

রবিবার (২৩ নভেম্বর) ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আজমান টাইটান্স। বাংলাদেশ সময় বিকাল ৫:৩০ মিনিটে শুরু হবে খেলা।

আরও পড়ুন: ফরাসি কাপের শেষ ৩২ থেকেই ছিটকে গেল পিএসজি

লিগে এ পর্যন্ত তিন ম্যাচের সবকটিতে হেরেছে সাকিবের দল রয়েল চ্যাম্পস। কোনো পয়েন্ট না থাকায় দলটি পয়েন্ট টেবিলের একেবারে নিচে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে সাকিবের ফেরাকে ঘিরে দলটির ব্যাটিং-বোলিং দু’দিকেই পরিবর্তনের আশা করছে সমর্থকরা।

রয়েল চ্যাম্পসের একাদশ: জেসন রয়, নিরোসান ডিকভেলা, ব্রেন্ডন ম্যাকমুলেন, সাকিব আল হাসান, অ্যারন জোন্স, ড্যানিয়েল শামস, কুইন্টন স্যাম্পসন, ঋষি ধাওয়ান, ক্রিস জর্ডান, সঞ্জয় পাহাল ও হায়দার রাজ্জাক।

আরও পড়ুন: মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আইসিসির চিঠি