ফেনীর নবাবপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল বিতরণ

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১২ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজীর নবাবপুরে ৯নং নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

আজ ২৬ নভেম্বর বুধবার বিকালে আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

এ সময় নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার আলম, ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবী, সোনাগাজী সরকারি ছাবের পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবদীন, আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদশা সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়।