প্রযুক্তি ক্ষেত্রে বিশাল অগ্রগতি অর্জন করেছে ইরান: বিমান বাহিনী প্রধান
ইরান প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক খাতে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি। জাতীয় ছাত্র দিবস (আজার ১৬) উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরান বিমান বাহিনী জ্ঞান, প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে “বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম মেহের নিউজ এ তথ্য জানায়।
আরও পড়ুন: থাই–কম্বোডিয়া সীমান্তে নতুন সংঘাত: ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি উদ্যোগ
তিনি জোর দিয়ে বলেন, বিমান বাহিনীর কর্মকর্তা ও কমান্ডারদের মধ্যে অঙ্গীকার ও দক্ষতা—এই দুই গুণ থাকা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গঠনমূলক সম্পর্ক তাদের বৈজ্ঞানিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।
ভাহেদি বলেন, মানবসম্পদই যেকোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই
শত্রুর ‘কগনিটিভ ওয়্যারফেয়ার’ মোকাবিলার আহ্বান
বাহিনী প্রধান সতর্ক করে বলেন, আজকের শত্রু ইরানের যুবসমাজের চিন্তাভাবনা পরিবর্তনের মাধ্যমেই আক্রমণ চালাতে চায়। তাই নৈতিকতাসমৃদ্ধ সঠিক শিক্ষা তরুণদের চরিত্র গঠনে অত্যাবশ্যক বলে তিনি উল্লেখ করেন।
নেতৃত্বের ভূমিকায় খামেনি
বক্তৃতার শেষাংশে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাফল্যের ক্ষেত্রে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অগ্রগতি ও জাতীয় লক্ষ্য পূরণে নেতৃত্বের দিকনির্দেশনা মূল ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।





