সর্বোচ্চ প্রস্তুতিতে আছে ইরান: আইআরজিসি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৪ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস দমন সক্ষমতা এখন সর্বোচ্চ প্রস্তুতির স্তরে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থলবাহিনীর উপ-কম্যান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাদানি। মঙ্গলবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের বৈঠকে তিনি সাম্প্রতিক ‘সাহন্দ–২০২৫’ যৌথ সন্ত্রাসবিরোধী মহড়ার বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।

এসসিও সদস্যদের অংশগ্রহণে বড় আকারের সন্ত্রাসবিরোধী মহড়া

আরও পড়ুন: ইসরায়েলের গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে কঠোর পদক্ষেপ নিতে হবে

পূর্ব আজারবাইজান প্রদেশে অনুষ্ঠিত এ মহড়ায় সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর ৯ সদস্য রাষ্ট্র এবং সৌদি আরব, ইরাক, ওমান ও আজারবাইজানসহ চার অতিথি দেশ অংশ নেয়। মোট ১১১ জন উচ্চপদস্থ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন।

জেনারেল মাদানি জানান, ভারত ও চীনের পর এবার ইরান এই মহড়ার আয়োজন করে। সন্ত্রাসবাদের একটি অভিন্ন সংজ্ঞা তৈরি, অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক জ্ঞান উন্নয়ন ছিল মহড়ার মূল লক্ষ্য।

আরও পড়ুন: খালেদা জিয়ার আসনে এসসিপির প্রার্থী শামসুল মুকতাদির

ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে আইআরজিসির ভূমিকা

সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানান, বৈঠকে জেনারেল মাদানি ১২ দিনের ইসরায়েল–ইরান যুদ্ধ চলাকালে আইআরজিসি স্থলবাহিনীর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনা রক্ষায় আইআরজিসি যে ভূমিকায় ছিল, তা দেশের নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

‘ইরান হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত’

ব্রিগেডিয়ার জেনারেল মাদানি সংসদ সদস্যদের বলেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতিতে আছি। ইসলামী প্রজাতন্ত্র ইরান যেকোনো হুমকির জবাব সর্বোচ্চ শক্তি দিয়ে দিতে সক্ষম এবং দেশের বিরুদ্ধে কোনো অপতৎপরতা সহ্য করবে না।

কমিশনের সদস্যরা ‘সাহন্দ–২০২৫’ মহড়া সফলভাবে সম্পন্ন করায় আইআরজিসি স্থলবাহিনীকে অভিনন্দন জানান এবং দেশের সীমানা রক্ষা ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

সূত্র: মেহের নিউজ