সাংবাদিক আরমানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলা ট্রিবিউনের অপরাধ বিভাগের সাংবাদিক আরমান ভূঁইয়ার ওপর পুলিশের সামনে একদল রিকশাচালক হামলা চালায়। এতে গুরুতর আহত হন সাংবাদিক আরমান। তিনি স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশের জার্নালিজম কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্টেট ইউনিভার্সিতি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা)। সোমবার (১ সেপ্টেম্বর) যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্টেট ইউনিভার্সিতি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) সভাপতি মো. কাইয়ুম হোসেন ও সাধারণ সম্পাদক ফারদিন আলম।
আরও পড়ুন: আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর, অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ
তারা বলেন, দেশের একজন অনুসন্ধানী সাংবাদিকের ওপর এভাবে হামলা কাম্য নয়। সাংবাদিক আরমানকে হামলা করা, দেশের প্রতিটা সাংবাদিকের হামলা করার শামিল।
এঘটনাকে উদ্বেগজনক এবং সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে সুজার সভাপতি কাইয়ুম বলেন, দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন, হুমকি, হেনস্তার ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সুজার পক্ষ থেকে সাংবাদিক আরমানের ওপর হামলার ঘটানার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আরও পড়ুন: এমএসএফ প্রতিবেদন: আগস্টে গণপিটুনিতে নিহত ২৩, সাংবাদিক নির্যাতনে শিকার ৯৬ জন
এছাড়াও সুজার নেতৃবৃন্দ দায়ী পুলিশ অফিসার ও ছিনতাইকারী চক্রের সদস্যদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।