জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দেশের সাংবাদিক সমাজের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার, ১৯ অক্টোবর। ১৯৫৪ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাব, যা বাংলাদেশের সংবাদপেশার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
আরও পড়ুন: ১১টি জাতীয় দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল
দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে প্রেস ক্লাব দেশের গণমাধ্যম, সাংবাদিকতা, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গণে সকালে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন, শুভেচ্ছা বাণী পাঠ, এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া বরেণ্য সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের মিলনমেলা নয়, এটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতীক। স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং বিভিন্ন জাতীয় সংকটে প্রেস ক্লাব ছিল মতপ্রকাশের স্বাধীনতার দুর্গ। জাতীয় প্রেস ক্লাব গত ৭১ বছরে সাংবাদিক সমাজের ঐক্য ও অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
প্রেস ক্লাবের বার্ষিকীতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছে। বর্তমানে জাতীয় প্রেস ক্লাবে দেশের প্রায় সব সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন ও ফটো সাংবাদিকদের সদস্য হিসেবে যুক্ত আছেন।