জাতীয় প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৩ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে একজন বাদে বাকি সব প্রার্থী লিখিতভাবে নির্বাচন স্থগিতের আবেদন করেন। অধিকাংশ প্রার্থীর সম্মিলিত আবেদনের প্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন পরিচালনা কমিটি।

আরও পড়ুন: দা ফ্রন্ট পেজ : বাংলাদেশে ক্ষুদ্রাকৃতির ডিজিটাল সংবাদকে নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনসহ সাত সদস্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা নির্বাচন স্থগিতের পেছনে ‘অনিবার্য কারণ’-এর কথা উল্লেখ করেছেন। তবে এসব কারণের বিস্তারিত ব্যাখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

নির্বাচন পরিচালনা কমিটি জানায়, বিরাজমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া নির্বাচনের পরবর্তী তারিখ কিংবা কর্মপরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: ডিবিতে আনিস আলমগীর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে যথাসময়ে নির্বাচনের নতুন সময়সূচি ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী অন্যান্য সদস্যরা হলেন— মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ এবং আ.বা.ম. ছালাউদ্দিন।

উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবের এই নির্বাচনকে ঘিরে সাংবাদিক সমাজে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেলেও বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হওয়ায় সেখানে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।