সংলাপের আর কোনো উদ্যোগ নেই: ইসি আনিছুর

MIZANUR RAHMAN
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৩ | আপডেট: ১০:০৪ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংলাপের আর কোনো উদ্যোগ নেই জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেন, সংলাপ নিয়ে ভাবছি না। আমাদের সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র‌্যাবে গণবদলি

দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের চার মাস পরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকে। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। পরে ফের সংলাপের উদ্যোগ নিলেও বিএনপি ও সমমনাদের সাড়া পায়নি আউয়াল কমিশন। পরে ফের চিঠি পাঠিয়েও কোনো জবাবে পায়নি সাংবিধানিক এ সংস্থাটি।

তিনি বলেন, রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান চাই। তবে রাজনৈতিক বিষয়ে আমাদের এখতিয়ার নেই। রাজনীতির মাঠেই সমাধান হবে। আমরা তফসিল নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, অক্টোবরের কথা বলছি না। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বা ডিসেম্বরের শেষ সপ্তাহে করি তাহলে ৪৫ দিন আগেই করতে হবে। সামনে আর উপ-নির্বাচন করতে হবে না।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, তারা (গণঅধিকার পরিষদ) কী করবে? আমাদের ঘেরাও করলে ঘেরাও হয়ে বসে থাকব। বিচলিত হব না। সারাদেশেই তো রাজনৈতিক কার্যক্রম চলছে। স্বাভাবিক কার্যক্রম চলছে হয়ত সাধারণ মানুষের কষ্ট হবে। চলাচলের সমস্যা হবে।