রাজধানীতে ওভারব্রিজে আটকে গেল উড়োজাহাজ!

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৪ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুরাতন একটি উড়োজাহাজ বড় ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় রাজধানীর বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায়। এর ফলে কিছু সময়ের জন্য সেখানে যানজটের সৃষ্টি হয়। পরে ওই উড়োজাহাজের লেজ খুলে ফেললে তা সামনে এগোনোর সুযোগ পায়।

রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন একটি উড়োজাহাজ ট্রাকে (ট্রেইলার) করে নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল। তবে ফুটওভার ব্রিজের সঙ্গে উড়োজাহাজের লেজ আটকে যায়। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে থাকে।

২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি। নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে বাংলাদেশ নেভি লেখা ছিল।

আরও পড়ুন: সিভিল এভিয়েশন একাডেমিতে ‘এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজারস কোর্স’ সমাপ্ত

বাহির দেখে দেখেই বোঝা যাচ্ছিল উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছিল। আটকে যাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন কর্মী একটি ফর্ক লিফট এনে উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে ফুটওভার ব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি।