এমপি আনার হত্যা

ডিবি প্রধান হারুনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত টিম ভারত যাচ্ছে আজ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ন, ২৫ মে ২০২৪ | আপডেট: ১০:০৩ পূর্বাহ্ন, ২৫ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত টিম আজ ভারত যাচ্ছে। ভারতের কলকাতায় অভিযাত ফ্লাটে নিহত ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনোয়ার হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন ও ভারতের সিআইডি কর্তৃক আসামিদের জিজ্ঞাসাবাদ করবেন তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গতকাল শুক্রবার ছুটির দিনে তদন্ত কর্মকর্তাদের বিদেশে যাওয়ার সরকারী অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি

এদিকে গত তিনদিন ধরে বাংলাদেশে আসা কলকাতা সিআইডি পুলিশের ৪সদস্যের টিম ঢাকায় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত সংস্থার ডিবি  কর্মকর্তাদের সাথে বৈঠক করে আজ ভারত ফিরে গেছে।

ঢাকায় শেরেবাংলা নগর থানায় নিহত এমপি আনোয়ারুল আজিম আনোয়ারের মেয়ের দায়ের করা মামলার প্রধান তদারকি কর্মকর্তা ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, যেহেতু ঘটনাস্থল ভারতের কলকাতায় এবং ওই দেশের ও কিছু আসামি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাই মামলার তদন্তে আমাদের টিম ভারত যাচ্ছে। আজ সন্ধ্যা অথবা সুবিধামতো আগামীকাল ডিভির সদস্যদের ভিসা টিকেট প্রাপ্তি সাপেক্ষে রওনা দেওয়া হবে।

আরও পড়ুন: ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর চন্দ্র রায়

তদন্ত সূত্র জানায় ঢাকায় আসা কলকাতা সিআইডির তদন্ত টিম একাধিকবার ঢাকার তদন্ত কর্মকর্তাদের সাথে বৈটোক করেছে। ঢাকায় আটক আসামিদের তারা যৌথভাবে জিজ্ঞাসাবাদ করেছে।

মূলত সংসদ সদস্য আনোয়ারল আজিম আনার হত্যাকাণ্ড ও লাশ গুমের আসামিদের চিহ্নিত করেছে দুই দেশের গোয়েন্দারা। দুই দেশের গোয়েন্দাদের বৈঠকে তদন্তে তারা একমত হয়েছে যে আখতারুজ্জামান শাহিনের পরিকল্পনায় দুই দেশের চিহ্নিত অপরাধীদের নিখুত পরিকল্পনায় হত্যা ও লাশ টুকরো টুকরো করে কিমা বানিয়ে ঘুম করেছে। পরিকল্পনা বাস্তবায়নে নিয়োগ করা হয়েছে খুলনার পূর্ব বাংলা সর্বহারা পার্টির দুর্ধর্ষ কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ও ভারতের খুবই দক্ষ কসাই জিহাদ  ওরফে সিয়াম।এজন্যে তারা তিন মাস ধরে কিলার নিয়োগ পরিদর্শন ও পরিকল্পনা অনুযায়ী তদারকি করেছে। বাছাই করেছে কলকাতার অভিজাত ফ্ল্যাটকে। এজন্য মোটা অংকের টাকা দিয়ে নিয়োগ দিয়েছে দক্ষ অপরাধী চক্রকে।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায় তদন্তে হুন্ডি ও চোরা চালানের ভাগ বাটোআরা এবং সীমান্তের আধিপত্য বিস্তার নিয়া বিরুদ্ধে এমপি খুনের বিষয়টি উঠে আসে। দুই দেশের তদন্তে কর্মকর্তারা কিলারদের চিহ্নিত করলেও গডফাদারদের চিহ্নিত করা যায়নি। পরিকল্পনাকা্রি হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীনকে চিহ্নিত করলেও এর পেছনে দুই দেশের সোনা চোরাচালানের গডফাদাররা জড়িত কিনা তাও কটি দেখা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দাদের টিম কলকাতায় ঘটনাস্থল পরিদর্শন, আটক আসামিদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি র ফুটেজ পর্যবেক্ষণ, গুম করা লাসের টুকরো টুকরো উদ্ধার তল্লাশি, নিহত এমপির ভারতীয় বন্ধু-বান্ধব ও স্বর্ণ ব্যবসায়ীদের খোঁজখবর নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।   

উল্লেখ্য গত ১১ মে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারত গিয়ে ১৩ মে থেকে নিখোঁজ। এ মামলার তদন্ত করতে গিয়ে তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাশ গুম করার ঘটনা বেরিয়ে আসে