কোটাবিরোধী আন্দোলন

জবি শিক্ষার্থীদের গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৪ | আপডেট: ১২:৩৮ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময়ে জবি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

সোমবার তাঁতিবাজার মোড়ে বিকেল সাড়ে ৪টায় অবস্থান নেয় কোটাবিরোধী আন্দোলনকারীরা। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে গুলিস্তানগামী সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাট ও অর্থপাচার: অর্থ উপদেষ্টা

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। এদের কেউ কেউ বুকে-পিঠে এবং টি-শার্টে ‘কোটা প্রথা নিপাত যাক,  মেধাবীরা মুক্তি পাক’ লিখে বিক্ষোভ মিছিলে যোগ দেন।

এর আগে জবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রায়সাহেব মোড় হয়ে তাঁতিবাজার মোড় পার হলে পুলিশি বাধার সম্মুখীন হয় আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে হাতাহাতি করে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট চলে আসে। এ সময় আন্দোলনকারীরা আন্দোলনের সমন্বয়কদেরও কথা শোনেনি।

আরও পড়ুন: সরকারকে এক মাস সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা