মার্চ ফর জাস্টিস

কার্জন হলের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান, আটক ৪

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৪ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)সহ সারা দেশে চলমান কোটা আন্দোলনের প্রতিবাদে গণহত্যা, মামলা ও গণগ্রেপ্তারের বিরুদ্ধে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বুধবার দুপুরে হাইকোর্টের মাজার রোডে শুরু হয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী ও আইনজীবীদের উপর পুলিশ বাধা সৃষ্টি করে এবং ৪ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুরুতে ৫০-৬০ জন শিক্ষার্থী হাইকোর্টের মাজার রোডে জড়ো হলে পরে তাদের সংখ্যা বেড়ে ৭০-৮০ জন হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যোগ দিতে আসলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষকরা সেখানেই বসে পড়েন। পাশাপাশি আইনজীবীরাও ‘মার্চ ফর জাস্টিস’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এর এক পর্যায়ে কর্মসূচিতে অংশ নেওয়া ৪ জনকে আটক করে পুলিশ। তাদের সেখান থেকে নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন।  

ঢাবির সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, রোড ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। আমরা সংহতি জানাতে এসেছি। পুলিশ আমাদের আটকে দিয়েছেন আমরা বসে পড়েছি।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

কোটা আন্দোলন ঘিরে সারা দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি, গণহত্যা, মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।