জামিউল আহসান সিপুর বাবা ইন্তেকাল করেছেন

ছবিঃ সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও দৈনিক ইত্তেফাক সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপুর বাবা তালেব উদ্দিন (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সিপুর বাবার মৃত্যুতে বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
সিপু জানান, গত কয়েকদিন ধরে তার বাবা শ্বাসকষ্ট ও উচ্চ ডায়াবেটিস সমস্যা নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
আরও পড়ুন: ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের আহ্বান বাংলাদেশের
রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তালেব উদ্দিন।
তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক কর্মকর্তা ছিলেন।