নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৫ | আপডেট: ৬:১০ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এখনো নির্ধারিত হয়নি আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ। তিনি বলেন, “ইলেকশনের তারিখ তো আমি নিজেও জানি না। সকালে একবার বলেছি, আমি আপনাদের জানাবো। দুই মাস আগে জানাবো, পুরো ডিটেইলস জানিয়ে দেবো—কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, সব বিস্তারিত জানানো হবে ভোটের তারিখের আগেই। সুতরাং এজন্য একটু ধৈর্য ধরেন।”

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সভায় এসব কথা বলেন সিইসি। তিনি আরও জানান, নির্বাচন নিয়ে অহেতুক জল্পনা-কল্পনা না করে নির্ধারিত সময়ে সব তথ্য প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

সভায় তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনের উপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের প্রশাসন গার্ডারে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই হচ্ছে সুযোগ। যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন, তাদের কাছে করজোড়ে অনুরোধ—মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন।”

সিইসি আরও বলেন, “আমরা প্রমাণ করতে চাই যে সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা আন্তরিক হয়। আমরা ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে যেমন সুষ্ঠু নির্বাচন করতে পেরেছিলাম, এবারও ইনশাআল্লাহ পারব।”

আরও পড়ুন: পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আমাদের আছে। আমরা চাইলে এটা করতে পারি। আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। সেই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে সহকর্মীদের দিতে চাই।”

সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, “আমাদের সমাজে পজিটিভ ক্যাপশন দিলে কেউ পড়ে না, নেগেটিভ লিখলেই আগ্রহ বাড়ে। আমরা সাংবাদিকদের অংশীদার করে সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেইনে যুক্ত করব। এই প্রোগ্রাম আমাদের আছে, ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারব।”