জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের জন্য হাতে সময় রয়েছে। নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নির্বাচন নিয়ে কোনো অসুবিধা হবে না।”

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল উপকমিশনার (ডিসি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সংশ্লিষ্ট কমান্ডিং অফিসার এবং সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়। সভায় রাজধানী ও আশপাশের এলাকার বর্তমান ও পূর্ববর্তী সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা হয়। তিনি বলেন, “সংশ্লিষ্ট বাহিনীগুলো জানিয়েছে—বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।”

গোপালগঞ্জে সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সেখানে কোনো গণগ্রেফতার হচ্ছে না। তবে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দুষ্কৃতিকারীরা ছাড়া না পায় এবং নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তিনি বলেন, “যারা অন্যায় করেছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: সাফল্যের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সম্পন্ন হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকা বিষয়ে তিনি বলেন, “তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে।” মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছেন, এটিই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই। তবে মত প্রকাশের ক্ষেত্রে ভাষা যেন আক্রমণাত্মক বা অশালীন না হয়, তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র চর্চার মধ্য দিয়েই প্রকৃত সত্য উদ্ভাসিত হয়।”

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।