মাইলস্টোনে ২ ঘণ্টা ধরে প্রেস সচিব সহ দুই উপদেষ্টা অবরুদ্ধ, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনে এসে অবরুদ্ধ অবস্থায় পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তারা কলেজ পরিদর্শনে যান। তবে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করলে তারা কলেজ ভবনের ভেতরে গিয়ে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টা ধরে তাঁরা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে অবরুদ্ধ থাকেন।

আরও পড়ুন: সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান যেমন রাজউক উত্তরা মডেল কলেজ থেকেও শিক্ষার্থীরা এসে বিক্ষোভে যোগ দেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর কনফারেন্স কক্ষ থেকে বের হন উপদেষ্টারা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিয়েছে। আমরা আপনাদের পাশে আছি।

আরও পড়ুন: আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস

তিনি আরও বলেন, যে বাহিনী খারাপ ব্যবহার করেছে, তাদের পক্ষ থেকে ক্ষমা চাই। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তবে তার বক্তব্যের পরেও শিক্ষার্থীদের ক্ষোভ কমেনি। তারা “ভুয়া ভুয়া” ও “We want justice” স্লোগান দিতে থাকেন এবং পুলিশের দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। পরিস্থিতির চাপে উপদেষ্টারা আবারও কলেজের ভেতরে ফিরে যান।

শিক্ষার্থীরা নিহত ও আহতদের সঠিক তালিকা প্রকাশ, দায়িত্বশীলদের শাস্তি, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের জন্য প্রশিক্ষণ পদ্ধতির সংস্কারসহ ছয় দফা দাবি জানিয়েছে।