৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৩৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে। এই দিবসকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই।

সোমবার (৪ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিবার্চন: সিইসি

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে। আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি বলেন, সরকার পতনের পর থেকে গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তিনি আশা প্রকাশ করেন, ‘‘সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভালো করবে।”

আরও পড়ুন: ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ৩ আগস্ট এমন আশঙ্কার কথা ছড়ানো হলেও সবকিছু ঠিকঠাক ছিল। ৫ আগস্টেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”

তিনি আরও বলেন, বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং মাদকের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন, মাদকের ক্ষেত্রে বড় কারবারিরা (রুই-কাতলা) ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের যথাযথ দায়িত্ব পালন করবে।