নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়: ড. সালেহউদ্দিন আহমেদ
আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে অর্থ মন্ত্রণালয় কাজ করবে। তবে এটি পুরোপুরি নির্ভর করবে রাজনীতিবিদদের সদিচ্ছার ওপর।”
বুধবার (১৩ আগস্ট) রাজধানীতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা
তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি বা দলের বক্তব্যে নির্বাচন বন্ধ হবে না। নির্বাচন হবে, এবং সেটা হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। সেই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করা হচ্ছে।”
সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “এই স্কিমে এখনো চাকরিজীবী, শিক্ষকসহ অনেক পেশার মানুষ অংশ নিচ্ছেন না। এটি কেন হচ্ছে, এবং মানুষের অনীহা কোথায়, তা খতিয়ে দেখা জরুরি।”
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
তিনি আরও জানান, স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান জানান উপদেষ্টা।





