ড. মুহাম্মদ ইউনূস ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন মঙ্গলবার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৭ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় যমুনায় সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। তবে কোন কোন দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে, রোববার (৩১ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন। মঙ্গলবারের বৈঠকও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আয়োজিত হবে। ধারণা করা হচ্ছে, বৈঠকে দেশের আসন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হবে।