সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিই সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম বৈঠক।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর কর্মকর্তা মিতু বরখাস্ত
বৈঠক শেষে ট্রেসি অ্যান জ্যাকবসন সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। তবে দেশটি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে নয়।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পাশে আছে, যাতে আগামী বছরের শুরুর দিকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা তৈরি করা যায়।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর প্রধান
মার্কিন দূতাবাসের এই কর্মকর্তা বলেন, “বাংলাদেশের জনগণ যা চাইবে, সেটিই নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হবে।”
এদিন দুপুর ২টা ২০ মিনিটে তিন সদস্যের মার্কিন প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রবেশ করে। বৈঠকে সিইসি ছাড়া নির্বাচন কমিশনের অন্য কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
এর আগে, গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে চলমান ছাত্র আন্দোলনের কারণে নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়েছিল।