দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ল, ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াল ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন দাম বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: আগামী সরকারের জন্য ২৮০টি গাড়ি কিনছে সরকার
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
আরও পড়ুন: গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন
২২ ক্যারেট প্রতি ভরি: ১,৭৮,৮৩২ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি: ১,৭০,৭০৩ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৪৬,৩১৩ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১,২১,১৬৬ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।