শাহবাগে অবস্থান নিলেন এমপিওভুক্ত শিক্ষকরা, যানচলাচল বন্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৫৩ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন। তাদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটের দিকে শিক্ষকরা শাহবাগে অবস্থান নেন।

আরও পড়ুন: আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ কুচকাওয়াজ অনুষ্ঠিত

এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন তারা। তবে জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষকরা সেখানে আটকে পড়েন। পরে তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে পৌঁছে স্লোগান দিতে থাকেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বুধবার শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন: জুলাই জাতীয় সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

দাবি আদায়ে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।

বুধবার দুপুরে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ দিতে হবে। না হলে আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে।

শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে দুপুর থেকে শাহবাগ এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে মোড়জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক বিভাগ বিকল্প রুটে যানবাহন চালানোর নির্দেশ দিয়েছে।