শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দুপুরে, তফসিল ঘোষণা যেকোনো সময়

তিনি আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে গাড়িতে করে খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে কিছু নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: আজ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে।