প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠক, সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সাথে
জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আসন্ন স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
এছাড়া আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সেখানে সনদ স্বাক্ষর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
বিকেলের বৈঠকে কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক,
আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আলু উৎসব
সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
সূত্র জানায়, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ উপদেষ্টারা, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।





