মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা, সময় বাড়ল এক ঘণ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৫৫ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রীসেবার মান বাড়াতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়ল

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের চলাচলের সুবিধার্থে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবার মান উন্নয়নের লক্ষ্যে উত্তরা উত্তর ও মতিঝিল প্রান্ত থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখে প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে ৬টা ৩০ মিনিটে।

আরও পড়ুন: উপদেষ্টাদের কল রেকর্ড কার কাছে, জনগণ জানতে চায়: রিজভী

যা আগে ছেড়ে যেত সকাল ৭টা ১০ মিনিটে। এখন উত্তরা-উত্তর স্টেশন থেকে সবশেষ মেট্রো রেল ছেড়ে আসে রাত ৯টায়। নতুন সূচিতে ছাড়বে রাত সাড়ে ৯টায়।

এ ছাড়া মতিঝিল থেকে উত্তরা-উত্তর অভিমুখে দিনের প্রথম মেট্রো রেল ছেড়ে যায় সকাল সাড়ে ৭টায়।

নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা অভিমুখে মেট্রো রেল চলবে সকাল সোয়া ৭টা থেকে। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত রাত সাড়ে ৯টায়। এখন রাত ১০টা ১০ মিনিটে তা ছেড়ে যাবে। 

এদিকে শুক্রবারে মেট্রো রেল চলাচলের সময়সূচি অপরিবর্তিত রয়েছে।

উত্তরা থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে বিকেল ৩টায়। সবশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে বিকেল ৩টা ২০ মিনিটে। সবশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে।