জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার, শুরু হতে পারে কয়েক মিনিট দেরি

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি শুরু হতে কয়েক মিনিট দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—
আরও পড়ুন: জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও ২৫টি রাজনৈতিক দলের নেতা
“ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতোমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় রইলাম।”
দীর্ঘ প্রতীক্ষার পর আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মন্ত্রিপরিষদের সদস্য এবং রাজনৈতিক দলের প্রতিনিধি।
আরও পড়ুন: নির্বাচন কীভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান ড. ইউনূসের
তবে অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় উত্তেজনা দেখা দেয়।
জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা ও আন্দোলনকারীরা রাষ্ট্রীয় স্বীকৃতি ও “জুলাই আহত বীর” মর্যাদা দেওয়ার দাবিতে সকাল থেকে দক্ষিণ প্লাজা এলাকায় অবস্থান নেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের জানিয়ে দেন যে, তাদের স্বীকৃতি সনদের অঙ্গীকারনামায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীরা অবস্থান বজায় রাখলে পুলিশ তাদের সরিয়ে দেয়, এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
বর্তমানে সংসদ ভবন এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।