তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রফিকুল ইসলাম রাসেলের গণসংযোগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৫১ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর ঢাকা-৭ আসনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল। শুক্রবার জুমার নামাজের পর তিনি আজিমপুরের ছাপরা মসজিদ এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণে অংশ নেন।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘জুলাই সনদ’ রাজনৈতিক ঐক্যের ঐতিহাসিক মাইলফলক: ইইউ রাষ্ট্রদূত

লিফলেট বিতরণের সময় রফিকুল ইসলাম রাসেল বলেন, “বাংলাদেশের আপামর মানুষের নেতা তারেক রহমান দেশকে নতুনভাবে গড়তে চান। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নত বাংলাদেশ গঠনে কাজ করছি।”

গণসংযোগ চলাকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখের খোঁজ নেন এবং ঢাকা-৭ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলেও জানান স্থানীয় নেতারা।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনশন, কালো পতাকা মিছিল আজ

বিএনপি নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় রয়েছে—সংবিধান সংস্কার ও গণভোট চালু, নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, নির্বাহী-আইন-বিচার বিভাগের ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রী পদে মেয়াদসীমা নির্ধারণ, দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থা প্রবর্তন, বিচার বিভাগে জুডিশিয়াল কমিশন গঠন, দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার, গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য-অর্থনীতি ও কৃষি উন্নয়নসহ রাষ্ট্রের সার্বিক সংস্কারের প্রস্তাব।

এই দফাগুলোর লক্ষ্য—একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ে তোলা।