জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৫৮ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবন এলাকায় কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক এবং ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন: ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

সভায় পূর্বে আলোচিত বিষয়গুলো পুনঃপর্যালোচনা করা হয়। কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জানানো হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কার্যকর কাঠামো তৈরিতে বিশেষজ্ঞদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আলু উৎসব