রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। এই ঘটনায় কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার অনুরোধ করেছেন তার এপিএস সাগর হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
পোস্টে তিনি লিখেছেন, “আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।”
এর আগে ওই আইডি থেকে ‘#Resignation’ লিখে একটি পোস্ট দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতির ফেসবুক প্রোফাইল শুধুমাত্র ফ্রেন্ডস-এ সীমাবদ্ধ থাকায় পোস্টটি কেবল তার বন্ধুদেরই দেখা গেছে।
আরও পড়ুন: নতুন এমপিও নীতিমালা প্রকাশ





