এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৪ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই হাসপাতাল এলাকাজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ দিনের তুলনায় আজ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

হাসপাততালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, একটি প্লাটুন মূল ফটকে দায়িত্ব পালন করছে, অন্য প্লাটুন হাসপাতালসংলগ্ন এলাকাগুলোতে টহলে রয়েছে যাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত থাকে।

আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনায় সোমবার রাতেই পুলিশ হাসপাতালের সামনে ব্যারিকেড বসায়। তারপরও বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা–কর্মীরা এসে জড়ো হচ্ছেন। তারা ব্যারিকেডের বাইরে নির্ধারিত স্থানে অবস্থান করছেন।

সেখানে উপস্থিত অনেক নেতাকর্মী বলেন, ভিড় না করার বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও উদ্বেগ ও আবেগের কারণে তারা হাসপাতালে চলে এসেছেন।

আরও পড়ুন: নতুন এমপিও নীতিমালা প্রকাশ

এরই মধ্যে খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে তার নিরাপত্তার দায়িত্ব নেয়। বর্তমানে পুলিশ, এসএসএফ ও বিজিবির যৌথ নিরাপত্তায় হাসপাতাল এলাকা পুরোপুরি সতর্ক অবস্থায় রয়েছে।