কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরির আশঙ্কা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে ঢাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান।
তিনি জানান, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটির উড্ডয়ন নির্ধারিত সময়ে সম্ভব হয়নি এবং কারিগরি ত্রুটি সারিয়ে নতুন সময় পরে জানানো হবে।
আরও পড়ুন: খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সেখানে অপারেশন থিয়েটারসহ জরুরি চিকিৎসার সব আধুনিক ব্যবস্থা রয়েছে।
মির্জা ফখরুল বলেন, “আজ রাতেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল।” তবে কারিগরি সমস্যার কারণে সময়সূচি পরিবর্তিত হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড
তিনি আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ভ্রমণ করবে। ইতোমধ্যে সব প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন ম্যাডামকে নিরাপদে বিদেশে নিয়ে যেতে এবং চিকিৎসা শেষে সুস্থভাবে ফিরে আসতে সাহায্য করেন।”
দেশি–বিদেশি চিকিৎসকদের যৌথ মেডিকেল বোর্ড ইতোমধ্যে সিদ্ধান্ত দিয়েছে যে, খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে দ্রুত স্থানান্তর প্রয়োজন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, সারাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন এবং সফল চিকিৎসার অপেক্ষায় আছেন।





