শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর সম্মান জানান। এর কিছু সময় পর, সকাল ৭টা ২০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন: হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে এমন তথ্য নিশ্চিত নয় ডিএমপি
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আরও পড়ুন: সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানা গেল
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে, স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীসহ বিভিন্ন পেশার কৃতী মানুষকে রাতের আঁধারে চোখ বেঁধে বাসা থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
পরদিন সকালে ঢাকার মিরপুর ও রায়েরবাজার এলাকায় ডোবা-নালা ও ইটখোলায় পাওয়া যায় অসংখ্য নিথর দেহ। স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার এই নৃশংস হত্যাযজ্ঞ আজও বাঙালি জাতির ইতিহাসে গভীর শোকের অধ্যায় হয়ে আছে।
প্রতিবছর ১৪ ডিসেম্বর গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এদিন দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক প্রকাশ করা হয়।





