কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা বহাল থাকছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।
আরও পড়ুন: জাতিসংঘের ঢাকা সফর স্থগিত
নির্বাচন কমিশন সূত্র জানায়, একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা আপিল আবেদন শুনানিকালে উভয় পক্ষের বক্তব্য ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়। শুনানি শেষে কমিশন মনে করে, হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিলের জন্য যথেষ্ট আইনগত কারণ নেই।
এ কারণে রিটার্নিং কর্মকর্তার দেওয়া পূর্বের সিদ্ধান্ত বহাল রেখে আপিল নামঞ্জুর করা হয় বলে জানিয়েছে ইসি।
আরও পড়ুন: আগামী ২১ জানুয়ারী জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন
এই সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বৈধভাবে বহাল থাকছেন। বিষয়টি ওই আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





