একুশ শুধুই শোকের নয়, উৎসবেরও বটে: রওশন এরশাদ

মহান একুশে ফেব্রুয়ারি শুধু শোক ও বেদনার দিন নয়। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার ভাষা অধিকার প্রতিষ্ঠার সর্বজনীন উৎসবের দিনও বটে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন,"৫২ এর ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগে বাঙালির ভাষার অধিকার অর্জিত হয়। এরপরই একুশের বহুমাত্রিকতা প্রকাশ পেতে থাকে এবং সে লক্ষ্যপথে বাঙালি জাতি একাত্তরে পৌঁছে যায় বীরদর্পে।"
আরও পড়ুন: জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি: নাহিদ ইসলাম
জাপা চেয়ারম্যান আরো বলেন, "বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বের বাংলাভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল দিন। আত্মত্যাগ আর গৌরবে ভাস্বর মহান শহীদ দিবস।
একুশের বাণীতে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামে আত্মদানকারী সব শহীদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ। একইসঙ্গে শহীদের রুহের মাগফিরাতও কামনা করেন সাবেক বিরোধী দলীয় নেতা।
আরও পড়ুন: মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া
অন্যদিকে দলীয় এক বাণীতে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, "৫২ এ মাতৃভাষার লড়াইয়ে শহীদদের আত্মত্যাগে বাঙালীর অধিকার প্রতিষ্ঠা পেলেও ৭১ এ বঙ্গবন্ধুর নেতৃত্বে লালসবুজের রাষ্ট্রের আর্বিভাব হয়, পূর্ণতা পায় জাতি হিসেবে বাঙালীর মর্যাদা। ভাষা শহীদের মর্যাদার লড়াই আজ শুধুই বাঙালীর অহংকার নয়, বিশ্বের সব ভাষাবাসী মানুষের মাতৃভাষা প্রতিষ্ঠার উৎসব।"