মার্কিন দূতাবাসে গেলেন খালেদা জিয়া

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৪ | আপডেট: ১২:৪৯ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিজের উন্নত চিকিৎসায় যুক্তরাষ্ট্রে যেতে ভিসার জন্য ঢাকায় দেশটির দূতাবাসে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে নিজ বাসভবন ফিরোজা থেকে তিনি দূতাবাসের উদ্দেশে রওনা হন বলে নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, মূলত আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন। এ ছাড়াও সেখানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার আছেন।

আরও পড়ুন: উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি