এখনো ইভিএমে টিপ দেওয়া শিখিনি, আমরা আছি পিআর নিয়ে : সালাহউদ্দিন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ৫:৩৩ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জুলাই আপ্রাইজিং অ্যান্ড রিউমার ইন পলিটিকস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “আমরা এখনো জনগণকে ইভিএমে টিপ দিতে শেখাতে পারিনি, অথচ এখন সবাই ব্যস্ত পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) নিয়ে। গণতন্ত্রের কী অবস্থা হবে, ঝুলন্ত সংসদ হলে দেশের কী হবে—এসব নিয়ে কেউ ভাবছে না।”


আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস আয়োজিত এই গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “পিআর পদ্ধতিতে ৩ লাখ ভোট পেলেই একটি সিট পাওয়া যাবে—এই চিন্তায় এখন সবাই মগ্ন। অথচ কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে একটি অস্থিতিশীল সংসদ তৈরি হবে, যা দেশের জন্য ভয়াবহ হতে পারে।”


আরও পড়ুন: একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যানসারে পরিণত করেছে: রিজভী

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “ভারতে আশ্রয় নিয়ে তারা প্রমাণ করেছে, তারা ভারতের লোক। নিজেদেরকে দেশের শাসক নয়, বরং ভারতের করদরাজ্য প্রতিষ্ঠায় নিয়োজিত করেছে।”


সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী’র মহাসমাবেশের প্রসঙ্গে তিনি বলেন, “কেউ কেউ বলছেন বিএনপি কেন সেখানে গেল না। আমাদের তো দাওয়াতই দেওয়া হয়নি। আর দাওয়াত পেলেই যে যেতাম, তাও নয়।”


গণতান্ত্রিক শক্তিগুলোর বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ এরই মধ্যে অনেকে পিআর পিআর বলে চিৎকার করছে। আজকেও এই পিআর নিয়েই সমাবেশ হচ্ছে।”


সংস্কার ইস্যুতে বিএনপির দায় অস্বীকার করে তিনি বলেন, “যখন কেউ সংস্কারের কথা বলত না, তখন আমরা তা প্রস্তাব করেছিলাম। এই সরকারের ক্ষমতা নেওয়ার আগেই আমরা সংস্কারের রূপরেখা দিয়েছিলাম।”


গণতন্ত্রের সংগ্রাম ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “গণঅভ্যুত্থানের শক্তিকে যারা অপমান করছে, তারা বাংলাদেশের ইতিহাসকেই অস্বীকার করছে।”


গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দীন হায়দার, আইনজীবী রাশনা ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালমা বেগম ও তানভীর হাসান জুয়েল এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম প্রমুখ।