বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

নীলফামারীতে শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ১, আহত ১০

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:১৬ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নীলফামারী জেলার উত্তরা ইপিজেডে এভার গ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিহত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিকে আলোচনার মাধ্যমে সমাধান না করে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানো গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। তারা বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার রয়েছে তাদের দাবি-দাওয়ার বিষয়ে সভা-সমাবেশ করার। কিন্তু বলপ্রয়োগের মাধ্যমে সেই অধিকার হরণ করা উদ্বেগজনক।”

আরও পড়ুন: উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা

বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে শ্রমিকদের অবদান ছিল অপরিসীম। অথচ অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে শ্রমিকদের বকেয়া বেতন, চাকরির নিরাপত্তা ও অন্যান্য দাবি এখনও পূরণ হয়নি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দায় এড়াতে পারে না।

শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানোকে ‘অতীতের ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি’ হিসেবে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রমিক অধিকার নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

আরও পড়ুন: নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে ছাঁটাই বন্ধ, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন, নিহত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।